শুক্রবার ২২ আগস্ট ২০২৫ - ২০:৫৪
খুলনায় নবী করিম (সা.) ও ইমাম হাসান (আ.)’র শাহাদাত দিবস উপলক্ষে শোক মজলিস | ছবি

২৮ সফর বিশ্ব মুসলিম উম্মাহর জন্য গভীর শোকের দিন। এদিনে প্রিয় নবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.)-এর ও ইমাম হাসান আল মুজতাবা (আ.)-এর পবিত্র শাহাদাত সংঘটিত হয়। এই মহাবেদনাময় দিনে বিশ্ব মুসলিম সমাজ তাদের স্মরণে শোক পালন করছে এবং তাদের আদর্শ অনুসরণের অঙ্গীকার নবায়ন করছে। এই শোক দিবস উপলক্ষে খুলনার কাসরে হুসাইন (আ.) ইমামবাড়ায় একটি শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা ইব্রাহিম খলিল রাজাভী সাহেব।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha